বর্ষশেষে খাবার ডেলিভারি দিয়ে রেকর্ড তৈরি করল জোম্যাটো। সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি বছরের বর্ষশেষে যে পরিমাণ অর্ডার হয়েছে তা বিগত ৬ বছরের বর্ষশেষের অর্ডারের মোট পরিমাণকে প্রায় ছাপিয়ে গিয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে এবিষয়ে টুইট করেছেন জোমাটোর CEO দীপিন্দর গয়াল।
এক্স হ্যান্ডেলের ওই পোস্টে তিনি জানিয়েছেন, এবছর সবথেকে বেশি অর্ডার হয়েছে বেঙ্গালুরু থেকে। এবং কলকাতার এক জোমাটো ব্যবহারকারী একবারে ১২৫টি আইটেম অর্ডার করেছিলেন। যা সর্বকালীন রেকর্ড। এছাড়াও তাঁর ওই পোস্ট থেকে জানা গিয়েছে, চলতি বছরে জোমাটো ডেলিভারি পার্টনাররা মোট ৯৭ লাখ টাকার টিপস পেয়েছেন।
দীপিন্দর গলায়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্ষশেষের রাতে ৮টা ৬ মিনিট নাগাদ মোট ৮৪২২টি অর্ডার এসেছিল। অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় ১৪০টি করে অর্ডার এসেছিল জনপ্রিয় ওই ফুড ডেলিভারি অ্য়াপে। এছাড়াও সবথেকে বেশি অর্ডার করা হয়েছিল বিরিয়ানি।