এবার আঞ্চলিক ভাষায় পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জ্যোমাটো। হিন্দি ছাড়াও আঞ্চলিক ভাষার মধ্যে বাংলা, গুজরাতি, কন্নড়, মালায়ালাম, পাঞ্জাবি, মারাঠি, তামিল এবং তেলেগু ভাষাও রয়েছে। এবার থেকে এই সব ভাষাতেই জ্যোমাটো অ্যাপ ব্যবহার করে খাবার অর্ডার করতে পারবেন।
অ্যাপে একাধিক আঞ্চলিক ভাষা ইতিমধ্যে ব্যবহার করছেন ব্যবহারকারীরা। তবে সবথেকে বেশি ব্যবহৃত আঞ্চলিক ভাষা হল হিন্দি এবং তামিল। দেশে মোট ৫৪ শতাংশ লোক হিন্দি এবং ১১ শতাংশ লোক তামিল ব্যবহার করেন। তবে অন্য ভাষাতেও ধীরে ধীরে জ্যোমাটোর ব্যবহার বাড়ছে বলেই জানিয়েছে এই সংস্থা।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আঞ্চলিক ভাষার পরিষেবা দেওয়ার কাজটি সবেমাত্র শুরু হয়েছে। এক্ষেত্রে অনেক ধরনের টেকনিক্যাল সমস্যা লক্ষ্য করা গিয়েছে। তবে, আঞ্চলিক ভাষায় অ্যাপগুলির কোয়ালিটি আরও ভাল করতে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছে সংস্থা। আগামী দিনে যাতে আরও নিখুঁতভাবে এই ভাষায় পরিষেবা দেওয়া যায় তা নিয়ে বদ্ধ পরিকর জ্যোমাটো।