কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত একটি পুজো তিন ইঞ্চি দুর্গা বাড়ির পুজো। এই বাড়ির পুজোর সঙ্গে লেপটে রয়েছে নানা ইতিহাস। এইবাড়িতে একসঙ্গে পুজো হয় শ্যামা কালি এবং দেবী দুর্গা।
কথিত রয়েছে এই বাড়ির পূর্বপুরুষ গঙ্গারাম গঙ্গারাম দাস, মাছ ধরতে গিয়ে জাল তোলার সময় পেয়েছিলেন একটি দুর্গা আর কালীর কাঠামো। অথচ হতদরিদ্র গঙ্গারাম দাসের পুজো করার সামর্থ্য ছিল না সেইসময়। তখন চাল কলা দিয়েই দেবীর পুজো শুরু করেন গঙ্গারাম।
এই বাড়ির প্রতিটা দেওয়ালের গাঁথনি ৩ ইঞ্চি। একরকম খরচ বাঁচাতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন গৃহকর্তা। ইটের দৈর্ঘ্য বরাবর নয়, বরং প্রস্থ বরাবর গেঁথে দেওয়াল গড়া হয়েছিল । ১৯৫২ সালে এই পুজোর শুরু। সপ্তমীতে কালী দুর্গা একসঙ্গে পূজিত হন, অষ্টমীতে শ্যামা কালীর বিসর্জন হয়ে যায়। এই দুর্গার গায়ের রঙ উদীয়মান সূর্যের মতো। পুজোর আরও একটি বৈশিষ্ট, এই দুর্গার বামে থাকে সরস্বতী ও গণেশ আর ডান দিকে লক্ষ্মী ও কার্তিক।