আজ দুর্গাপুজো কার্নিভাল । সেজে উঠেছে রেড রোড । শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে । তবে, কার্নিভালের মূল আকর্ষণ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান । জানা গিয়েছে, শুক্রবার কার্নিভালে উদ্বোধনী নৃত্যানুষ্ঠানে থাকছেন ডোনা গঙ্গোপাধ্যায়। আর তিনি যে গানে নাচবেন, সেই গানের কথা ও সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ।
কার্নিভালকে কেন্দ্র করে সাজো সাজো রব রেড রোডে । দু’টি বিশেষ মঞ্চের ব্যবস্থা করা হয়েছে। একটি মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এবং অন্যটিতে থাকবেন বাকি অতিথিরা । স্পেন সফর থেকে ফেরার এতদিন পর ফের জনসমক্ষে আসবেন মুখ্যমন্ত্রী ।