মণ্ডপে একরাশ শূন্যতা। পুজো শেষ। তবে, এখনও বাকি রয়েছে কার্নিভাল। সেই কারণেই ব্যস্ততা তুঙ্গে। দুর্গাপুজোর কার্নিভাল (Durga Puja Carnival 2023) নিয়ে বিশেষ প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।
আগামী ২৭ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল। নবান্ন সূত্রে খবর, চূড়ান্ত তালিকা প্রকাশ না হলেও চলতি বছর কার্নিভালে ১০০টিরও বেশি পুজো কমিটি অংশগ্রহণ করবে।
মুখ্যমন্ত্রীর পায়ের চোটের কথা মাথায় রেখে মূল মঞ্চের উচ্চতা করা হয়েছে ৩০ ইঞ্চি। যা গত বছরের মূল মঞ্চের উচ্চতার থেকে বেশ খানিকটা কম। এছাড়াও রেড রোডে প্রায় ১৮ হাজার দর্শকের বসার জায়গার আয়োজন করেছে রাজ্য।
আরও পড়ুন - সিঁদুর খেলার পর ঢাকের তালে কোমর দোলালেন রানি, দেখেছেন ভিডিও ?
কার্নিভালের সূচনা হবে ডোনা গঙ্গোপাধ্যায় গ্রুপের নৃত্যানুষ্ঠান পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদেশি অতিথিরাও। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের ব্রান্ড অ্যাম্বাসেডর এবং রাষ্ট্রদূতদের প্রতিনিধিদের। আমন্ত্রণ জানানো হয়েছে ইউনেস্কোকেও।