পুজোটা এবার তাঁরা কাটিয়েছেন কলকাতাতেই । মণ্ডপে মণ্ডপে পুজো পরিক্রমা থেকে বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা...বাদ যায়নি কিছুই । চারটে দিন ব্যস্ততা থেকে ছুটি নিয়ে উৎসবের আমেজে গা ভাসিয়েছিলেন যশ-নুসরতও । বিজয়া দশমীর দিনও একসঙ্গে ফ্রেমবন্দী হলেন তারকা জুটি । উৎসবের শেষ লগ্নে চেতলা অগ্রণীর মণ্ডপে গিয়েছিলেন । সেখানে থেকেই দশমীর শুভেচ্ছা জানিয়েছে যশ ও নুসরত ।
নুসরত পরেছিলেন লাল পাড়ের হালকা রঙের শাড়ি । সিঁথিতে সিঁদুর, হাতে,কানে হালকা গয়না । অন্যদিকে, যশ নজর কাড়লেন ফুল স্লিভ ছাই রঙা টি-শার্ট এবং নীল জিন্স । চেতলা অগ্রণীর মণ্ডপ থেকে দু'জনেই সেই ছবি শেয়ার করেছেন । একইসঙ্গে অনুরাগীদের অনেকটা ছন্দে ছন্দে দশমী-র শুভেচ্ছা জানিয়েছেন ।
নুসরত লিখেছেন, "সুখের স্মৃতি রেখো মনে। মিশে থেকো আপনজনে। মান অভিমান সকল ভুলে আশার প্রদীপ রেখো জ্বেলে। মা আসবে এই আশা রেখে সবাই মিলে থেকো সুখে।" যশ লিখেছেন, "বিজয়া মানেই যেমন মায়ের বিসর্জন, তেমনই আবার মিষ্টিমুখের বড় আয়োজন। গুরুজনদের প্রণাম জানাই আর ছোটদের ভালবাসা।"