প্রতি বছরে থিম ভাবনায় বৈচিত্র নিয়ে আসে ক্যানিং হসপিটাল মোড়ের পুজো। ব্যাতিক্রম নয় এবছরও। এবারও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। পরিবেশ রক্ষায় বাঁশের ভূমিকা তুলে ধরতেই এই সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা।
ক্যানিংয়ের নামকরা পুজোগুলির মধ্যে প্রথমের দিকেই রয়েছে হসপিটাল মোড় সর্বজনীন দুর্গাপুজো। এবছর ৭৫ বছরে পড়ল তাদের পুজো। এবিষয়ে পুজো কমিটির সদস্য তন্ময় দাস জানিয়েছেন, বাঁশের মাধ্যমে পুরুলিয়ার একটি মণ্ডপ তুলে ধরা হয়েছে। পুরো মণ্ডপেই বিভিন্ন কারুকার্য করা হয়েছে।
Read More- মহাষ্টমীর দিন প্রথা মেনেই বেলুড় মঠে কুমারী পুজো, ভিড় দর্শনার্থীদের
ষষ্ঠী থেকেই ওই মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। বাইরে থেকেও অনেকে ওই মণ্ডপ দেখতে গিয়েছেন। অষ্টমী থেকে জনসমাগম আরও বাড়বে বলে ধারণা।