আজ মহাসপ্তমী । সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভড় করছেন দর্শনার্থীরা । উত্তর থেকে দক্ষিণ...সব জায়গায় একই ছবি । বেলা যত বাড়বে ভিড় বাড়বে । সপ্তমীতেই উত্তর থেকে দক্ষিণের সেরা পুজোগুলো দেখার পরিকল্পনা রয়েছে হয়তো অনেকরই । কিন্তু, আপনি কি গাড়ি নিয়ে প্যান্ডেল হপিংয়ে বেরোচ্ছেন ? তাহলে একটাই সমস্যা । বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, পার্কিংয়ের জায়গা খুঁজতে গিয়েই অর্ধেক সময় চলে যাচ্ছে । তাই, সপ্তমীতে পুজো পরিক্রমা শুরুর আগে কয়েকটি বড় পুজোর পার্কিং ব্যবস্থা বা গাড়ি কোথায় রাখলে সুবিধা, তার সন্ধান দিচ্ছে এডিটরজি বাংলা ।
টালা প্রত্যয়
উত্তরের অন্যতম বড় পুজো টালা প্রত্যয় । নজরকাড়া এবারের থিম-কহন । লোহা কেটে তৈরি করা হয়েছে মণ্ডপ । বেলগাছিয়া মোড়ের খুব কাছেই টালা পার্ক, সেখানেই এই মণ্ডপ । টালা পার্ক থানার কাছে গাড়ি পার্ক করলে সুবিধা হবে ।
কাশী বোস লেন
নারীশক্তির আরাধনায় মেতেছে বাংলা । কিন্তু, সাধারণ ঘরের কত উমা, কত নারী হারিয়ে যায় অন্ধকারে । সেই নারীদের যন্ত্রণার আত্মকথনই এবার কাশী বোস লেনের থিম । হাতিবাগান থেকে সামান্য দূরেই বিধান সরণি । সেখানেই কাশী বোস লেনের মণ্ডপ । হেদুয়ার কাছে গাড়ি পার্ক করতে পারেন ।
চেতলা অগ্রণী
সমাজের নীচুতলার শ্রেণিকে কীভাবে শোষণ করে প্রতিষ্ঠিত হচ্ছেন অনেকে, সেই কথাই তুলে ধরেছে চেতলা অগ্রণী-র পুজো । থিমের নাম ‘যে যেখানে দাঁড়িয়ে’। চেতলাতেই মণ্ডপ । মণ্ডপ থেকে অন্তত ২ কিলোমিটার দূরে আলিপুরের কোথাও গাড়ি রাখতে হবে ।
সুরুচি সঙ্ঘ
চেতলা গেলে অবশ্যই সবাই সুরুচিও ঘুরে আসবেন । এবারের থিম-মা তোর একই অঙ্গে এত রূপ । পশ্চিমবঙ্গের শিল্পকলাকে মণ্ডপে তুলে ধরা হয়েছে । নিউ আলিপুরেই পুজো হয় । মণ্ডপের অন্তত ৩ কিলোমিটারের মধ্যে গাড়ি রাখার জায়গা নেই । রসুই ফ্যাক্টরির কাছে গাড়ি রাখতে পারেন ।