অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যে পুজোর রীতি তাকেই বলা হয় সন্ধিপুজো। এই সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা রূপে পূজিত হন। যিনি চন্ড এবং মুণ্ড অসুরকে বধ করেছিলেন। এইসময় ১০৮ টা প্রদীপ এবং ১০৮টি পদ্ম দিয়ে দেবী দুর্গার পুজো করা হয়। পদ্ম হল ভক্তির প্রতীক, প্রদীপ হল জ্ঞানের প্রতীক।
এই পুজোর মধ্যে দিয়েই শুরু হয়ে গেল নবমী তিথি। এই সময় বলি প্রথার প্রচলন রয়েছে। বর্তমানে এটি নিষিদ্ধ হলেও, এখনও বেশ কিছু জায়গায় এর চল রয়েছে। এই সময় থেকেই কার্যত মন খারাপ শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় এক বছরের অপেক্ষা।