আপামর বাঙালির কাছে পুজো শুরু হতে আর দুই চারদিন বাকি থাকলেও, তিলোত্তমবাসী কিন্তু দেবীপক্ষের শুরু থেকেই কার্যত পুজো মুডে ঢুকে গিয়েছে। মহালয়ার আগেই ভার্চুয়ালি ৮০০টি পুজো মণ্ডপের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তারপর থেকেই কার্যত নতুন জামা গায়ে জড়িয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন বাঙালি।
প্রতিপদ, দ্বিতীয়া থেকেই রাস্তায় থিক থিক করছে ভিড়। পরপর দুদিনই শ্রীভূমিতে লম্বা লাইন। পুজো শুরুর আগেই প্রায় ২লক্ষ মানুষ ঘুরে ফেলেছেন 'ডিজনিল্যান্ড' ।
10 movies for ₹699: পুজোয় দুর্দান্ত অফার, ৬৯৯ টাকায় দশটা সিনেমা দেখা যাবে তাও INOX-এ
তারউপর আজ কলকাতায় রোনাল্ডিনহো পা রাখার পর থেকেই পুজোর উত্তাপ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। সন্তোষপুর লেকপল্লী, লেবুতলা পার্ক, আহিরীটোলা সর্বত্রই ঠাসা ভিড়। দ্বিতীয়াতেই এই অবস্থা, পুজোর চারটে দিন ভিড় সামাল দিতে আগে থেকেই কোমর বাঁধছে কলকাতা পুলিশ।