উৎসবের শেষে রাজ্যের সর্বত্র শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের পালা৷ চোখের জলে দুর্গাকে এই বছরের মতো বিদায় জানাচ্ছেন বঙ্গবাসী৷ পারিবারিক পুজোগুলির প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু বারোয়ারি পুজোর বিসর্জনও হয়ে গিয়েছে।
টানা এক বছরের অপেক্ষা শুরু। উমা আসবেন আবার ১২ মাস পর। লক্ষ মানুষের একঘেয়ে বাঁচার ওপর জমে থাকা ধুলো ঝেড়ে চারদিনের উৎসবে সেজে উঠেছিল বাংলা। বিত্ত নির্বিশেষে সকলের ঘরে জ্বলে উঠেছিল আনন্দের পিদিম থেকে ঝাড়বাতি৷ কিন্তু উৎসব তো চিরন্তন নয়। উদযাপনের গা ঘেঁষেই ছিল বিচ্ছোদের লগ্ন।মণ্ডপে মণ্ডপে এবার আলোর রোশনাই নেভার পালা, টিমটিম করে জ্বলবে একলা প্রদীপ।
বিসর্জন আসলে আমাদের শেখায় অপেক্ষা করতে। শেখায়, এই বিচ্ছেদ সত্য, কিন্তু চিরসত্য নয়, সময়ের চাকা ঘুরতে থাকে। দুর্গা এবার বিদায় নিল, এবার বছর ভরের অপেক্ষার শুরু, পরের পুজোর, আগামীর এক অনন্ত সম্ভাবনার।
উৎসব যেন ঠিক সমুদ্রের মতো- ঢেউ যায়, ঢেউ আসে। মাঝের সময়টুকু অপেক্ষার সাঁকো।