পোড়ামাটির শিল্পের জন্য বিশ্ববিখ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর। সারাবছরই হাজার হাজার পর্যটক টেরোকোটার শিল্প দেখার জন্য় ভিড় জমান এখানে। সেই টোরাকোটার কাজই এবার বিষ্ণুপুরের থিম পুজো। থিমের নাম 'বঙ্গ মাটির মাতৃ আরাধনা'। মন্ডপের ভিতরে তো আছেই, বাইরেও সাজ-সজ্জাতেও টেরাকোটা শিল্পের প্রভাব ধরা পড়েছে।। হস্তশিল্পের মাধ্যমে স্থানীয় শিল্পীরাই এই মন্ডপকে বাঁকুড়ার নিজস্ব আঙ্গিকে সাজিয়েছেন।
বিষ্ণুপুরের ঐতিহ্যকে মাথায় রেখে পুজোর থিম ভাবনা আগেও হয়েছে। কিন্তু বিষ্ণুপুরের মাটিতে স্থানীয় শিল্পীদের নিয়ে এই ভাবনা হয়তো প্রথমবার। বৈলাপাড়া সর্বজনীন দুর্গোৎসবের উদ্যোক্তারা আগাগোড়া প্যান্ডেলটি টেরোকোটার শিল্পের সাহায্যে গড়ে তুলেছেন। এমন কী তাঁদের প্রতিমাও টেরাকোটা শিল্পের।