কলকাতায় এসে রামমন্দির দেখে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তার আগে অবশ্য তিনি সপ্তমীর অঞ্জলি দিলেন উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়িতে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সপ্তমীর দিন ওই মণ্ডপে এসে বাংলায় তৈরি রামমন্দির দেখলেন জেপি নাড্ডা। সেইসঙ্গে মণ্ডপে দাঁড়িয়ে অভিযোগ করলেন পরিবারতন্ত্র থেকে দুর্নীতি প্রসঙ্গে।
জেপি নাড্ডা ছাড়াও বাংলার বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরছেন বিজেপি নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও।