কৈলাসে ফিরেছেন উমা । আবারও একবছরের অপেক্ষা শুরু হয়ে গেল বাঙালির । দশমীর দিন দেবীকে বরণের পর সিঁদুর খেলায় মাতেন মেয়ে-বউরা । তারপর আসে উমা বিদায়ের পালা । মঙ্গলবারের পর বুধবারও ঘাটে ঘাটে চলছে বিসর্জন । অন্যদিকে, বিষাদের সুর মায়ানগরীতেও । তবে, তার মাঝে উৎসবের শেষ লগ্নের আনন্দ মুহূর্তগুলো চেটেপুটে উপভোগ করল মায়ানগরী । নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় প্রতিমা বরণ ও সিঁদুর খেলায় মাতলেন বলি তারকারা । সিঁদুর খেলার পর ঢাকের তালে কোমল দোলালেন রানি মুখোপাধ্যায়ও ।
দশমীতে বং লুকেই নজর কেড়েছেন রানি । অভিনেত্রী পরেছিলেন বেইজ এবং সোনালি রঙের সিল্কের শাড়ি । হাতে শাখা পলা, কপালে-গালে লেগে সিঁদুর । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে নাচতেও দেখা গেল রানি । ঢাক-কাঁসরের তালে জমিয়ে নাচলেন রানি । শুধু রানি নয়, তাঁকে সঙ্গে দেন রূপালী গঙ্গোপাধ্যায়ও । দশমীর দিন প্যান্ডেলে উপস্থিত ছিলেন সুমনা চক্রবর্তী ও বৈভবী মার্চেন্টও । তবে, রানির নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তাঁকে প্রশংসার ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ।