পুজোর গৌরচন্দ্রিকাতেই রাস্তায় চোখে পড়ার মতো ঢল নেমেছিল। আর আজ থেকে তো আনুষ্ঠানিকভাবে পুজোর শুরু হল। ষষ্ঠীর সকাল থেকেই তুলনামূলকভাবে ভিড় বেড়েছে তিলোত্তমার রাস্তায়। সন্ধে ৫টার পর থেকেই বোধনের প্রশস্ত সময়।
যদিও আগেভাগেই ট্রাফিক কন্ট্রোলে বাড়তি ব্যবস্থা নিয়ে রেখেছে কলকাতা পুলিশ। অন্যান্য দিনের মতো ষষ্ঠীতেও চোখে পড়ার মতো ভিড় শ্রীভূমি, রাসবিহারী, গড়িয়াহাট, উত্তরের তালা প্রত্যয়, আহিরীটোলা, বাগবাজার এলাকায়।
যান চলাচল স্বাভাবিক রাখতে সিগন্যাল গুলিতে একটু বেগ পেতে হতে পারে। তাই হাতে সময় নিয়ে বেরোনোই ভাল। ওয়ানওয়ে রাস্তায় লম্বা জ্যামে একটু সময় খরচ হলেও গন্তব্যে পৌঁছতে যাতে অসুবিধা না হয় তার জন্য কোমর বাঁধছে কলকাতা পুলিশ।