রাজ্যের সেরা পুজো মণ্ডপকে পুরস্কৃত করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পুরস্কার হিসাবে দেওয়া হবে ৫ লক্ষ টাকা। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজভবন।
রাজভবনের তরফে একটি মেল আইডি দেওয়া হয়েছে৷ সাধারণ মানুষ তাতে নিজেদের পছন্দের পুজোর নাম জানাতে পারবেন৷ aamnesaamne.rajbhavankolkata@gmail.com এই মেল আইডিতে আসা বার্তার ভিত্তিতেই সেরা পুজো বেছে নেবেন রাজ্যপাল।
রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুরস্কারের জন্য কোনও সরকারি অর্থ ব্যয় করা হবে না। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাতের প্রেক্ষিতে এমন পদক্ষেপ আদতে নবান্নকে টক্কর দেওয়ার চেষ্টা বলেই অভিমত রাজনৈতিক মহলের একাংশের।