পঞ্চমীর সন্ধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ( Sreebhumi Sporting Club) জনজোয়ার। ডিজনিল্যান্ড-এর (Disneyland Light Show) লাইট শো বন্ধ করার সিদ্ধান্ত আয়োজকদের। হতাশ দর্শনার্থীরা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে হতাশ উদ্যোক্তারাও।
মহালয়ায় উদ্বোধনের পরই শ্রীভূমি স্পোর্টিংয়ে জনজোয়ার শুরু হয়। কার্যত জনজোয়ারে পরিণত হয় শ্রীভূমি ও ভিআইপি রোড সংলগ্ন এলাকা। জানা গিয়েছে, সামনে বিমানবন্দর। তাই লাইট শো বন্ধ রাখা হয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে লাইট শো দেখতে পাননি অনেক দর্শনার্থী। তবে পরবর্তীকালে ফের লাইট শো চালু করা হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: রূপসী বাংলার চালচিত্র ধূপগুড়ির মণ্ডপে, ডাকের সাজে উমার বোধন