বাংলার মাট হস্তশিল্পের সম্ভার । প্রতিটা কোণায় ছড়িয়ে রয়েছে সেই শিল্পীরা, যাঁদের হাতের কাজে নতুনভাবে সেজে উঠছে বাংলা, বিশ্ব দরবারে গৌরব অর্জন করছে । সেই শিল্পকলাতেই এবার সেজে উঠেছে সুরুচি সঙ্ঘের মণ্ডপ । কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম সুরুচি । এবার ৭০ তম বর্ষে পদার্পণ করেছে মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো । এবার সুরুচি সঙ্ঘের থিম- মা তোর এই অঙ্গে এত রূপ । শিল্পী গৌরাঙ্গ কুইলারের ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ ।
সুরুচির মণ্ডপে ঢুকলেই মনে হবে, এক টুকরো বাংলাকে দেখছেন আপনি । বাঁকুড়ার টেরাকোটা, বিকনা-র ডোকরা মূর্তি, পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল, মেদিনীপুরের পটচিত্র...এসব শিল্পের ছোঁয়া রয়েছে মণ্ডপে । এছাড়া ব্যবহার করা হয়েছে মাছ ধরার পোলো, আউশ ধানের শিস । পুরুলিয়ার জুন ঘাসের বোনা ঝাড়বাতি যেন আরও শোভা বাড়াচ্ছে মণ্ডপের । এছাড়া থাকবে, কাপড়ে বোনা বিভিন্ন মণীষীদের ছবি । বাংলার বিভিন্ন জেলার লোকশিল্প, হস্তশিল্পকেই জনসাধারণের কাছে তুলে ধরেছে সুরুচি । এই বাংলায় যে এত বৈচিত্র্য আছে, তা বোঝাতে চেয়েছেন উদ্যোক্তারা ।
গ্রাম বাংলার জনপ্রিয় ঢ্যাপা পুতুলের আদলে প্রতিমা গড়ে তোলা হয়েছে । একইসঙ্গে সুরুচির আরও একটি বার্তা হল প্লাস্টিক বর্জন । সমস্ত প্রাকৃতির সামগ্রীতেই সেজে উঠেছে মণ্ডপ । থিম সং গেয়েছেন তৃষা পাড়ুই । সুরকার ও গীতিকার মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী মণ্ডপের প্রতিমা সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন অরূপ বিশ্বাসকে ।