আজ মহা অষ্টমী । সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে অষ্টমী পুজো । শুরু হয়ে গিয়েছে অঞ্জলিও । পাট ভাঙা নতুন শাড়ি পরে পাড়ার মণ্ডপে ভিড় করেছেন মেয়ে-বউরা । ধুতি-পাঞ্জাবিতে নজর কাড়ছে ছেলেরা । বাদ যাচ্ছে না কচি-কাচারাও । নতুন নতুন জামা পরে মণ্ডপে গিয়ে হাতে ফুল-বেলপাতা নিয়ে অঞ্জলি দিচ্ছে তারা । এই একটা দিন শত অসুস্থতা সত্ত্বেও অঞ্জলি দিতে মণ্ডপে যান বাড়ির বয়স্ক মানুষরা । এদিন শহর থেকে জেলা...সব জায়গায় দেখা গেল সেই চেনা ছবি ।
অষ্টমীর সকাল থেকেই শোভাবাজার রাজবাড়িতে ভিড় করছেন দর্শনার্থীরা । এদিন, সকালে প্রথমে নিয়ম মেনে অষ্টমীর পুজো সম্পন্ন হয় । তারপর শুরু হয় অঞ্জলি । দুর্গাপুজোর অষ্টমীর দিন অনেকেই অঞ্জলি দিতে শোভাবাজার রাজবাড়িতে আসেন । এবারও সেই ছবি দেখা গেল । দর্শনার্থীরা আসছেন, অঞ্জলি দিচ্ছেন, ছবি তুলছেন...বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ।
অন্যদিকে, দুর্গাপুর বেনাচিতি দুর্গামন্দিরেও নিয়ম মেনে সম্পন্ন হয়েছে অষ্টমী পুজো । বেলুড় মঠেও ষোড়শপচারে চলছে দেবী বন্দনা । এখানে সকাল ৯টা থেকে শুরু হয় কুমারী পুজো । এবারও বেলুড় মঠের কুমারী পুজো দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন প্রচুর ভক্ত ও দর্শনার্থী।