আজ মহা অষ্টমী । এদিন, সকাল থেকেই তোড়জোড় মা সারদার জন্মভিটে জয়রামবাটিতে । বেলুড় মঠের পাশাপাশি জয়রামবাটিতেও অষ্টমীর দিন কুমারী পুজোর প্রচলন রয়েছে । প্রত্যেক বছরের মতো এবছরও সব নিয়ম মেনে, ধূমধাম করে সম্পন্ন হল জয়রামবাটির কুমারীপুজো । এদিন, কুমারীপুজো উপলক্ষে সকাল থেকে সারদার জন্মভিটেতে ভিড় করেছেন বহু ভক্ত ও দর্শনার্থী ।
জয়রামবাটিতে বিশুদ্ধ পঞ্জিকা মতে বিধি ও তিথি মেনেই দেবী আরাধনা হয় মাতৃমন্দিরে। অষ্টমীর সকাল ৯ টায় তিথি মেনেই কুমারী পুজো শুরু হয় । অষ্টমী তিথি মেনে প্রথানুযায়ী জয়রামবাটির রামকৃষ্ণদেবের মন্দিরের চাতালে পালিত হয় এই কুমারী পুজো । এবছর জয়রামবাটিতে কুমারী হয়েছেন তুহিনা ভট্টাচার্য । বয়স সাড়ে পাঁচ বছর। বাড়ি কোতুলপুর । এদিন, তাকে প্রথা মেনে দেবীর মতো সাজানো হয় । তারপর সারদা মায়ের পুরনো বাড়ি থেকে কুমারীকে দুর্গামণ্ডপে নিয়ে আসেন সন্ন্যাসীরা । শুরু হয় কুমারী পুজো ।
এদিন, কুমারী পুজো উপলক্ষে বেলুড় মঠেও ভিড় ছিল লক্ষ্য করার মতো । অষ্টমীর ভোর থেকে এখানে শুরু হয়েছে পুজোর বিভিন্ন উপাচার। সকাল ৯টা থেকে শুরু হয়েছে বেলুড় মঠের কুমারী পুজো। এরপর সন্ধে সাড়ে সাতটা নাগাদ রয়েছে সন্ধিপুজো।