ফুচকা দিয়ে মণ্ডপ তৈরি করে এবার সাড়া ফেলে দিয়েছে বেহালা নূতন দলের পুজো । ফুচকার মণ্ডপ দেখতে ভিড়ও করছে মানুষজন । কিন্তু, শোনা যাচ্ছে, মণ্ডপ থেকে নাকি উধাও হয়ে যাচ্ছে একের পর এক ফুচকা । কিন্তু কীভাবে ? ফুচকা দেখে কি লোভ সামলাতে পারছে না বাঙালি, তাই মণ্ডপ থেকে ফুচকা তুলে খেয়ে নিচ্ছেন ? খাওয়ার কথা জানা না গেলেও, মণ্ডপ থেকে যে ফুচকা তুলে নিচ্ছেন দর্শনার্থীদের একাংশ, সেই বিষয়টা স্পষ্ট । সেরকমই দাবি করছেন পুজোর উদ্যোক্তারা ।
মণ্ডপসজ্জায় যাতে কেউ হাত না দেন, সেই সতর্কবার্তাও রয়েছে মণ্ডপের দেওয়ালে । এমনকী, পুলিশ নিজে দাঁড়িয়ে, দর্শনার্থীদের অনুরোধ করছে, যাতে মণ্ডপসজ্জায় কোনওরকম ক্ষতি না হয় । কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছে না । পুজো উদ্যোক্তাদের দাবি, মণ্ডপ থেকে ফুচকা খুলতে গিয়েই অনেকেই হাতেনাতে ধরা পড়েছেন । এভাবে চলতে থাকলে, পুজো কমিটির আশঙ্কা মণ্ডপসজ্জা অনেকাংশে নষ্ট হয়ে যেতে পারে ।
শুধু তাই নয়, মণ্ডপ থেকে ফুচকা তুলে সেটা যদি কেউ মুখে দেন, তাহলে তো আরও বিপদ । ফুচকাগুলি যাতে দিনের পর দিন একইরকম লাগে, তার জন্য গায়ে নানারকম রাসায়নিক লাগানো হয়েছে । সেক্ষেত্রে ওই ফুচকা মুখে দিলে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারেন । ফলে ফুচকার মণ্ডপ একপ্রকার বড় বিপদে ফেলে দিয়েছে উদ্যোক্তাদের ।