১ হাজার বছরেরও বেশি প্রাচীন বিষ্ণুপুরের মল্ল রাজার মৃন্ময়ীর পুজো। কালের নিয়মে রাজ্যপাট হারিয়েছে। কিন্তু প্রাচীন সেই রীতি মেনেই মল্ল গড়ে দুর্গার পুজোর চল আজও।
সময়টা ৯৯৭ খ্রিস্টাব্দ। মল্ল রাজত্বের তৎকালীন রাজধানী প্রদ্যুম্নপুর থেকে বিষ্ণুপুরে আসেন রাজা জগৎমল্ল। কথিত আছে, আজ যে জায়গায় মৃন্ময়ী মন্দিরের অবস্থান সেখানেই একটি বটগাছের নিচে স্বপ্নাদেশ পান জগৎমল্ল। রাজার উদ্যোগেই তৈরি হয় মৃন্ময়ীর মন্দির। ধীরে ধীরে প্রদ্যুম্নপুর থেকে মল্ল রাজাদের রাজধানী সরে আসে বন বিষ্ণুপুরে। প্রাচীনত্ব ও আভিজাত্যের মিশেলে পুজো চলছে, নবমীর সকাল থেকেই চলছে শেষ দিনের পুজো।
কিছু ইতিহাস, কিছু মিথ, কিছু আলো কিছু আঁধারি মেশা পুজো যেন পুরনো আর নতুনের মাঝে রেখে দিয়েছে এক অদৃশ্য সেতু।