সময় যত এগোচ্ছে, মণ্ডপে মণ্ডপে বিষাদ বাড়ছে। শেষ হওয়ার পথে নবমী নিশি। আরও এক বছরের অপেক্ষা। অপেক্ষার দিনগোণার পালা শুরু। নবমীতে দিনভর কলকাতার উত্তর থেকে দক্ষিণে দর্শনার্থীদের ঢল ছিল। বেহালার বড়িশা, চেতলা, বাদামতলা, ত্রিধারার পাশাপাশি, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কয়্যার, কাশী বোস লেন, টালা প্রত্যয়। শেষ বেলায় মন্ডপ দর্শনে ভিড় উপচে পড়েছে।
দুপুরে হাওয়া অফিসের পূর্বাভাস মতো বৃষ্টি ভিলেন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বৃষ্টি ভিজেই প্রতিমা দর্শনে ৮-৮০। সন্ধ্যায় বেলুড়মঠে দুর্গাপুজোর আরতীতে হাজির ছিলেন হাজার হাজার দর্শনার্থী। কাঁকুড়গাছির একটি প্রাঙ্গনে নবরাত্রি উৎসবে গরবায় মাতেন স্থানীয়রা।
নবমীর রাস্তায় ভিড় সামাল দিতে মোতায়েন ছিল প্রায় ৮ হাজার পুলিশ কর্মী। ট্রাফিক নিয়ন্ত্রণে ছিলেন ৬ হাজার পুলিশকর্মী। আইন-শৃঙ্খলা রক্ষায় কোমর বেঁধে নেমেছিল লালবাজার।