বিষ্ণুপুরের পোড়া মাটির পুতুল, মেদিনীপুরের মাদুর,উত্তর বাংলার বাঁশের চাটাই। গ্রাম বাংলার এরকমই একাধিক জেলার সামগ্রী দিয়ে রূপসী বাংলার চালচিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে ধূপগুড়ির (Dhupguri) নবজীবন সংঘের পুজোতে।
চলতি বছর এই পুজো (Durga Puja 2023) ৫৩ তম বর্ষে পদার্পণ করেছে। এবার মণ্ডপ সজ্জায় নিয়ে আসা হয়েছে অভিনবত্ব। বাঁকুড়া, কলকাতা, মেদিনীপুর এবং ধুপগুড়ির স্থানীয় শিল্পীদের হাতের নিপুণ কাজ ফুটে উঠেছে গোটা মণ্ডপে। শাখাঁ পলা,মাটির ভাড়, ঝুড়ি, চালন, কুলো, চট-সহ একাধিক দৈনন্দিন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।
আরও পড়ুন- বাজবে বোধনের বাদ্যি, মণ্ডপের পথে বর্ধমানের রায়নার ঢাকিরা
বাংলার মাটির ছোঁয়া ফুটিয়ে তুলেছেন বাংলার বাছাই করা শিল্পীরা। ৬৫ ফুট উঁচু এবং দু দিক মিলিয়ে ৮৪ ফিট চওড়াতে সুবিশাল মন্ডপ নির্মাণ করা হয়েছে। আর মণ্ডপের চালচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাকের সাজের সুবিশাল প্রতিমা গড়ে তুলছেন ধূপগুড়ির স্বনামধন্য মৃৎশিল্পী দয়াল পাল।