শ্রীভূমির দুর্গা পুজোয় (Durga Puja 2023) থিমের পাশাপাশি নজর কাড়ে মা দুর্গার গয়নাও। প্রতি বছর কয়েক কিলো গয়না দিয়ে মুড়ে ফেলা হয় দুর্গা প্রতিমাকে। এবারেও ঠিক একই ছবি দেখা গেল মহালয়ার সকালে।
বৃহস্পতিবার ভার্চুয়ালি শ্রীভূমির (Sreebhumi) পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই ভক্তদের ঢল নেমেছে মণ্ডপে। তবে, দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে মহালয়ার দিন অর্থাৎ শনিবার থেকে।
দেবীপক্ষের সকালে মা দুর্গাকে মুড়ে ফেলা হল সোনার গয়না দিয়ে। প্রতিমার জন্যই আলাদা করে তৈরি করা হয়েছে এই সব সোনার গয়না। যা স্পন্সর করেছে সেনকো গোল্ড। থিমের পাশাপাশি দেবীর গয়নাও এই পুজোর মূল আকর্ষণ।
আরও পড়ুন - পুজোর আবহে শহরে বিদ্যা বালান, লাল শাড়ি, লাল টিপ..বাঙালি বেশে কালীঘাটে পুজো দিলেন অভিনেত্রী
এই পুজোর এবারের থিম প্যারিসের ডিজনি ল্যান্ড। শ্রীভূমির পুজো এবার পা দিচ্ছে ৫১ বছরে। এছাড়াও এই পুজোর অন্যতম আকর্ষণ লেজার লাইট। শ্রীভূমি স্পোর্টিংয়ের অন্যতম উদ্যোক্তা সুজিত বসু।
গোলাপি আলোয় সেজে উঠেছে প্রতিটা কোনা। কিন্তু চমকের এখানেই শেষ নয়। এবার শ্রীভূমিতে (Sreebhumi) আসবেন ব্রাজিলীয় তারকা রোনালডিনহো (Ronaldinho), আসবেন বিদ্যা বালানও।