উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর দুর্গা পুজোয় (Durga Puja 2023) ১০৮টি পদ্মফুল (Lotus) দিয়ে পুজো করার রীতি রয়েছে। সেই কারণেই এই সময়ে পদ্মের চাহিদা থাকে তুঙ্গে। এখন দিনের পর দিন পুজোর সংখ্যাও বেড়েছে অনেক তাই পদ্মফুলের চাহিদাও বেশ আকাশ ছোয়া। প্রতিটা দুর্গাপুজোর মন্ডপে পদ্মর চাহিদা মেটাতে গ্রামগঞ্জে পদ্ম চাষ শুরু করেছেন অনেকে।
সারা বছর নিজের জমিতে চাষ করেন অনেকে। পুজোর আগে বেশি পদ্ম চাষ করার জন্য পুকুর লিজ নিয়েও পদ্ম চাষ করেন অনেকেই। কারণ বাকি সময়ে পদ্মফুল অল্প দামে বিক্রি হলেও দুর্গাপূজোর সময় বাজারদর থাকে দ্বিগুণ। এর ফলে দুর্গা পুজোর সময় আর্থিক লাভের মুখ দেখেন পদ্মচাষিরা।
আরও পড়ুন - শতবর্ষে 'আবোল তাবোল', এই বছর হাতিবাগান নবীন পল্লীর থিম
বীরভূমের আলবাঁধা গ্রাম পঞ্চায়েতের সর্বানন্দপুর গ্রামের পদ্মচাষি বিপদতারণ মাল। তিনিও কয়েকটা পুকুর লিজ নিয়ে পদ্ম চাষ করেছেন এই বছর। ইতিমধ্যেই সেই পদ্মগুলির বেশ কিছুটা অংশ তুলে মহাজনদের বিক্রি করতেও শুরু করেছেন তিনি।