পাখিদের মতো আপনারও যদি ডানা থাকত ? ইচ্ছে ডানা ? যে ডানায় ভর করে উড়ে যেতেন স্বপ্নের ঠিকানায়, যে ডানায় রয়েছে স্বাধীনতা...কী ভালই না হত বলুন ! সেই 'ইচ্ছে ডানা'-র ভাবনাই এবার অজেয় সংহতি-র পুজো মণ্ডপে । দক্ষিণ কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম হরিদেবপুরের অজেয় সংহতি । প্রতিবারই তাদের থিমে থাকে অভিনবত্ব । এবারও তার অন্যথা হল না ।
মণ্ডপে ঢুকলেই যেন এক অদ্ভুত প্রশান্তি । সেইসঙ্গে পাখিদের কলতান । মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে রঙ-বেরঙের মাটির পাখি । কোনও পাখি খাঁচা বন্দী, কোনও পাখি উড়ছে আকাশে । সবথেকে নজর কেড়েছে বাঁশ দিয়ে তৈরি বিশাল পাখির বাসা । থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে দুর্গা মূর্তিও । পাখির বাসার মধ্যেই দেবীর অধিষ্ঠান । মেলে ধরা হয়েছে । এমন ইচ্ছেডানা মানুষেরও থাকুক । সব সংকীর্ণতা, বাধা থেকে বেরিয়ে ইচ্ছে ডানা মেলে ধরুক, এমনই বার্তা দিতে চেয়েছেন উদ্যোক্তারা । ইচ্ছেকে মেলে ধরা হয়েছে গোটা মণ্ডপে ।