আজ মহা অষ্টমী । মণ্ডপে থেকে বনেদি বাড়ি...সব জায়গায় চলছে অঞ্জলির প্রস্তুতি । একই ছবি মল্লিক বাড়িতেও । প্রত্যেক বছরের মতো, এবারও বাড়ির পুজোয় সামিল কোয়েল মল্লিক । পরিবারের সদস্যদের সঙ্গে হাতে হাত লাগিয়ে পুজোর কাজে নেমে পড়েন কোয়েল প্রতিবারই । তবে, এবার মা-কে টেক্কা দিচ্ছে ছোট্ট কবীর । পুজোর কাজে সামিল কোয়েল পুত্রও । সপ্তমীর পুজোয় দেখা গেল সেই ছবি । নজর কাড়ল দাদু-নাতির যুগলবন্দীও ।
কোয়েল মল্লিক সপ্তমী পুজোর একটি ভিডিও শেয়ার করেছেন । সেই ভিডিওতে দেখা গেল, সপ্তমীর পুজো চলছে । কাঁসর বাজাচ্ছেন রঞ্জিৎ মল্লিক । সেখানেই দাদুকে সঙ্গ দিলেন কবীর । সেও বাজাল কাঁসর । শুধু কোয়েল নয়, শ্বশুরবাড়ির পুজোয় সামিল হয়েছেন স্বামী নিসপাল সিংও । সপ্তমীর দিন কোয়েলকে দেখা গেল, হলুদ রঙা শাড়িতে । মুখে হালকা মেক-আপ, হাতে, কানে, গলায়...হালকা সোনার গয়না...নজর কাড়ল তাঁর সপ্তমীর ছিমছাম সাজ । সকলকে শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী ।