কয়েকদিন ধরেই মেট্রোতে রেকর্ড যাত্রীসংখ্যা দেখে চোখ কপালে উঠছিল অনেকের। দুর্গা পুজোয় (Durga Puja 2023) তিলোত্তমার জনপ্লাবন সামাল দিতে এবার বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রো রেলের (Kolkata Metro Rail)।
সপ্তমী নয়। ষষ্ঠী থেকেই মধ্যরাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আগামী এক সপ্তাহের জন্য মেট্রো পরিষেবায় বড়সড় বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন - শব্দে ছাড়া দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের, বাজি এবার ৯০ থেকে ১২৫ ডেসিবেল
মেট্রোর বিবৃতি অনুযায়ী, রাজ্য সরকারের অনুরোধে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত কবি সুভাষ থেকে দমদম রুটের মেট্রো পরিষেবায় বদল আনা হয়েছে।
এই রুটে সকাল ৬টা ৫০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টা বেজে ১০ মিনিটে।