পেটপুজো ছাড়া, দুর্গাপুজো একেবারেই ফিকে । প্রায় ৩৬৫ দিন কড়া ডায়েটে থাকা টলি তারকারাও ভুলে যান সিদ্ধ সবজি কিংবা চিকেন স্ট্যু । পুজোর চারটে দিন কব্জি ডুবিয়ে না খেলেই কীসেরই বা দুর্গাপুজো, কীসেরই বা বাঙালি । তাই পুজো শুরু হতে না হতেই জমিয়ে খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী । সপ্তমীর সকালে পাত পেড়ে বসে খেলেন ফুলকো ফুলকো লুচি ।
এমনিতেই ভীষণ খেতে ভালবাসেন সাংসদ-অভিনেত্রী । তার উপর দুর্গাপুজো । তাই, কয়েকদিন খাওয়া-দাওয়ায় নেই কোনও বারণ । ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন মিমি । সেখানেই দেখা গেল, প্লেট ভর্তি সাজানো খাবার । লুচি, তরকারি, দুই রকমের মিষ্টি...কত কী । পুজোয় যে খাওয়া-দাওটা একেবার ম্যানডেটারি, তা বুঝিয়ে দিয়েছেন মিমি । সকলকে সপ্তমীর শুভেচ্ছাও জানিয়েছেন নায়িকা ।