পুজোয় ঠাকুর দেখতে যাচ্ছেন! শ্রীভূমি হোক বা সুরুচি সঙ্ঘ। লম্বা লাইন। বিরাট ভিড়। বাচ্চাদের হাত ধরে রাখলেও প্রবল সম্ভাবনা থাকে হারিয়ে যাওয়ার। পুজোর সময় চেনা রাস্তাও অচেনা হয়ে যায়। তাই প্রাপ্তবয়স্করাও অনেক সময় খেই হারিয়ে ফেলেন। এই পুজোয় এবার আর চিন্তা নেই। অভিনব ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।
এবার পুজোর জন্য বিশেষ নম্বর চালু করা হয়েছে। এই হেল্পলাইন নম্বরটি হল 9163737373। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত এই নম্বরে ফোন করলেই হারিয়ে যাওয়া ব্যক্তির বা বাচ্চার পাশে এগিয়ে আসবে কলকাতা পুলিশ। বিকেল ৪ টে থেকে ভোর ৪টে পর্যন্ত এই নম্বর চালু থাকবে।
আরও পড়ুন - নজরুল পার্ক উন্নয়ন সমিতির মণ্ডপে 'আদি দুর্গা'-র খোঁজ
পুজোয় দল বেধে ঠাকুর দেখতে গিয়ে চেনা কারও সঙ্গে যোগাযোগ না করতে পারলে এই নম্বরে ফোন করে জানাতে হবে। কলকাতা পুলিশ দায়িত্ব নিয়ে হারিয়ে যাওয়া ওই ব্যক্তি কিংবা শিশুকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে।