সপরিবারে মহাকাশে পাড়ি দিলেন দেবী দুর্গা। তাও আবার চন্দ্রযানে চড়ে। তা চাক্ষুষ দেখতে গেলে পৌঁছে যেতে হবে বীরভূমে (Birbhum)। কারণ বীরভূমের রামপুরহাট চাঁদমারি আবাসিক বৃন্দ ক্লাবের চলতি বছরের থিমে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের গৌরব গাঁথা।
চলতি বছর পুজোয় এই ক্লাবের দুর্গা পুজোর (Durga Puja 2023) থিম চন্দ্রযান ৩ (Chandrayan-3)। মন্ডপটি একেবারে চন্দ্রযানের আদলে তৈরি করা হয়েছে । ভিতরে গেলে দেখা যাবে চাঁদ, সঙ্গে বাকি গ্রহ। যেগুলি নিজেদের কক্ষপথে ঘুরে চলেছে। আর সেখানেই সপরিবারে অধিষ্ঠিত রয়েছেন উমা।
ক্লাবের পুজো এই বছর ১৯তম বর্ষে পদার্পণ করেছে। প্রত্যেক বছর তাদের পুজোয় থাকে নতুন চমক। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। জানা গিয়েছে, মাস কয়েক আগের চন্দ্রায়ন-৩-এর সফল মহাকাশযাত্রা ও ভারতের চাঁদে পা রাখার সাফল্যকেই উদযাপন করেছেন চাঁদমারি আবাসিক বৃন্দ ক্লাবের দুর্গা পুজো আয়োজকরা । হুবহু চন্দ্রযান ৩ আদলে তৈরি এই মন্ডপ নির্মাণ করতে খরচ করা হয়েছে, আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকা।
শুধু বীরভূম নয়, রাজ্যের আরও দু-তিনটে পুজো মন্ডপের এবারের থিম কিন্তু চন্দ্রযান-৩ । গনেশ পুজোতেও চন্দ্রযানের থিম নজর কেড়েছে আগেই ।
আরও পড়ুন - প্রচারের আলো যাঁদের ওপর পড়েই না, রবীন্দ্র সংঘের থিম পুজোয় এবার তাঁদেরই প্রচার