Durga Puja 2023 : সপ্তমীতে জনজোয়ার, ছাপিয়ে গিয়েছে গত কয়েক বছরের রেকর্ড, কে এগিয়ে থাকল, উত্তর না দক্ষিণ ?

Updated : Oct 22, 2023 11:12
|
Editorji News Desk

২০২৩-এর দুর্গাপুজোয় এবার মানুষের প্যান্ডেল হপিং শুরু হয়েছে মহালয়া থেকেই । দিন যত এগিয়েছে, অর্থাৎ, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী...প্রতিদিনই ভিড়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে শহর কলকাতায় । ষষ্ঠীর রাতের ভিড়, গত দুই-তিনদিনের ভিড়কেও নাকি ছাপিয়ে গিয়েছিল । আর সপ্তমীতে সেই ভিড়ের কাহিনীটা কেমন ? প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, পুরনো বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে সপ্তমীর এই ভিড় । অষ্টমী আর নবমী তো এখনও পড়েই রইল । তাহলে এই দু'দিন কতটা ভিড় হবে, তা বুঝতে বাকি নেই কারও । 

উত্তর না দক্ষিণ, কোথায় বেশি ভিড় ছিল সপ্তমীতে ? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকালের দিকে ভিড়টা বেশি ছিল উত্তরে । কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেশি হয়েছে দক্ষিণে । এমনকী, দক্ষিণের বেশ কিছু মণ্ডপে পা ফেলার জায়গাটুকু নেই । উত্তরকে একপ্রকার ভিড়ে গোল দিয়েছে দক্ষিণ, এমনটাই মনে করছেন অনেকে । 

সপ্তমীতে কেমন ছিল, শহরে যানজটের চিত্র ? জানা গিয়েছে, দুপুর পর্যন্ত সেরকম খুব একটা যানজট ছিল না রাস্তায় । গাড়ি কম ছিল, ছুটির দিন রাস্তা যেমন থাকে, সেরকমই ছিল । তবে. বিকেলের দিকে বদলে যায় সেই চিত্র । সন্ধ্যা নামতেই রাস্তায় মানুষের ঢল নামে । শেষ কবে, পুজোয় এত সংখ্যক মানুষ রাস্তায় নেমেছিল, মনে করতে পারছেন না অনেকেই । 

Durga Puja 2023

Recommended For You

editorji | দুর্গাপুজো ২০২৩

CM Mamata Banerjee: পুজো কার্নিভালের মঞ্চে 'দোল দোল দোল', বৈঠা নিয়ে নাচে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

editorji | দুর্গাপুজো ২০২৩

Durga Puja Carnival : পুজো কার্নিভালে উদ্বোধনী নৃত্যে ডোনা, গান লিখেছেন মুখ্যমন্ত্রী

editorji | দুর্গাপুজো ২০২৩

Trinayani Durga Puja: বেদীতে দেবী দুর্গা, থিমে অপু দুর্গা, নিউজার্সির 'ত্রিনয়নী'র থিম 'পথের পাঁচালী'

editorji | দুর্গাপুজো ২০২৩

Durga Puja Carnival 2023: ১০০ ঠাকুর, রেড রোডের কার্নিভালে ফিরছেন মুখ্যমন্ত্রী, বদলাচ্ছে মঞ্চের নকশা

editorji | দুর্গাপুজো ২০২৩

Yash-Nusrat : যশ-নুসরতের বিজয়া দশমী, ছন্দে ছন্দে আগামীর শুভেচ্ছা যুগলের