কলকাতার প্রাচীনতম দুর্গাপুজো হিসাবে পরিচিত সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজো। বনেদিয়ানা, ঐতিহ্য, আন্তরিকতা এবং ইতিহাসের মিশেলে চার শতাব্দী পেরিয়ে আসা এই পুজোর আকর্ষণ অনস্বীকার্য।
১৬১০ সালে যখন সাবর্ণ রায়চৌধুরীদের পুজো শুরু হয়, তখন কলকাতাই ঠিক করে গড়ে ওঠেনি। প্রথমে গোলপাতা এবং মাটি দিয়ে আটচালা মণ্ডপ তৈরি করা হয়েছিল দেবী দুর্গার আরাধনাকল্পে। কালক্রমে তৈরি হয়েছে সিমেন্টের আটচালা। পুজো শুরুর সময় ভারতে ছিল মোগল শাসন, তারপর নবাবি আমল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, ব্রিটিশরাজ, স্বাধীন ভারত- সবকিছুর সাক্ষী এই পুজো।
বড়িশায় এখন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ৬টি পুজো হয়৷ এই পুজোগুলি আটচালা বাড়ি, বড়বাড়ি, মেজ বাড়ি, মাঝের বাড়ি, বেনাকি বাড়ি এবং কালীকিঙ্কর ভবনের পুজো নামে প্রসিদ্ধ। এছাড়াও এই বাড়ির আরও দুটি পুজো হয় নিমতা এবং বিরাটির বাড়িতে।