বেলুড় মঠে শুরু হয়ে গেল দুর্গাপুজো । ঢাক, কাসর , ঘণ্টায় মুখরিত বেলুড় মঠ চত্বর । আজ, মহাষষ্ঠী (Maha Sasthi) । ভোর থেকেই রীতি মেনে ষষ্ঠী পুজো শুরু হয়ে গিয়েছে । এদিন, প্রথমে নারায়ণ পুজো দিয়ে শুরু হয় দিন । তারপর ষষ্ঠীর কল্পারম্ভ । কল্পারম্ভে অংশ নিয়েছেন মঠের সন্ন্যাসীরা । মায়ের বোধনের দিন থেকেই বেলুড় মঠে শুরু হয়েছে ভক্ত সমাগম
মহাষষ্ঠীর ভোরে সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজরা শ্রীশ্রীমায়ের ঘাটে স্নান করে পবিত্র গঙ্গার জলপূর্ণ মঙ্গলঘট নিয়ে প্রথমে মন্দিরে গিয়ে দেবীকে প্রণাম করেন । তারপর সম্মিলিতভাবে ঢাক বাজিয়ে মাথায় করে ঘট বহন করে এনে চণ্ডীমণ্ডপে রাখেন । তারপর রীতি মেনেই পুজো শুরু হয় । সন্ধ্যায় সেই ঘট মৃন্ময়ী মূর্তির সামনে স্থাপন করে শুরু হবে বোধন, আমন্ত্রণ এবং অধিবাস। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকানুসারে এবারেও দেবীর আরাধনা হচ্ছে ।
এদিকে, ষষ্ঠীর ভোর থেকেই দেবী দর্শনে দূরদূরান্ত থেকে বেলুড় মঠে আসছেন ভক্তরা । বেলা বাড়ার সঙ্গে একটু একটু ভিড় বাড়তে শুরু করেছে । গঙ্গার হাওয়া, মন্ত্রোচ্চারণ,ঢাকের আওয়াজ... একেবারে পুজোর পরিবেশ ।