থিমের ভিড়ে এখন কোথাও যেন হারিয়ে গিয়েছে সাবেকিয়ানা । প্রতিমাতেও থাকছে থিমের ছোঁয়া । তবে, সিউড়ির আনন্দপুর সর্বজনীনের পুজোয় গেলে কিন্তু, সেই সাবেকিয়ানার স্বাদ পাবেন । আলোকসজ্জা থেকে শুরু করে মন্ডপ, প্রতিমা...সবেতেই সাবেকি ছোঁয়া রয়েছে । এবার ৭৫ বছরে পা দিল আনন্দপুর সর্বজনীন ।
এবার মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ । মণ্ডপজুড়ে সোলার কাজ । প্রতিমাও সোলার তৈরি । অর্থাৎ ডাকের সাজের প্রতিমা । এখন কিন্তু, প্রতিমায় এই সাবেকিয়ানা খুব কমই দেখা যায় । ষষ্ঠীর দিন থেকেই মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা । সিউড়িতে বসেই কোথাও যেন মায়াপুরের স্বাদ পাচ্ছেন শহরবাসী ।
এছাড়া, নজর কেড়েছে আলোকসজ্জা ।