একটা বছরের অপেক্ষা শেষ । আনুষ্ঠানিক ভাবে দুর্গার আগমনের দিন আজই । আজ, মহাপঞ্চমী । তাই তো আকাশে-বাতাসে আগমনীর সুর । শুরু হয়ে গেল পাঁচ দিনের শারদোৎসব । যদিও, এবছর মহালয়ার আগেই উদ্বোধন হয়েছে একাধিক পুজো মণ্ডপের । তাই, মহালয়ার দিন থেকেই রাস্তায় ঢল নেমেছে মানুষের । কিন্তু, বনেদি বাড়িগুলিতে কিংবা পাড়ার পুজো মণ্ডপে চতুর্থীর রাতেও চলেছে শেষ প্রস্তুতি । পঞ্চমীতেই যে দেবী দুর্গার আগমন ।
হিন্দু রীতি অনুযায়ী, পঞ্চমীর দিনই সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র অণুরণিত হয় ৷ এরপরেই শুরু হয়ে যায় ষষ্ঠীর পুজো ৷ ষষ্ঠীর দিন মা দুর্গার বোধন শুরু হয় আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে ৷ তারপর একে একে আসে সপ্তমীতে নবপত্রিকা স্নান, অষ্টমীতে পুষ্পাঞ্জলি, নবমীর সন্ধিপুজো, আর দশমীতে দেবীর নিরঞ্জন । তারপর আরও একটা বছরের অপেক্ষা শুরু হয় ।
আপাতত, আগামী ৬টা দিন সব দুঃখ ভুলে আনন্দে থাকুন, উৎসবে মেতে উঠুক বাংলার প্রতিটা কোণা । শুভ হোক পঞ্চমী। এডিটরজি বাংলার তরফে রইল উৎসবের শুভেচ্ছা।