আজ মহাসপ্তমীর (Maha Saptami) । সকাল থেকেই ঘাটে ঘাটে ভিড় । কলা বৌ স্নান করিয়ে, ঘট প্রতিস্থাপনের মধ্যে দিয়ে দেবী দুর্গার পুজো (Durga Puja 2022) শুরু হয়। একে বলে নবপত্রিকা স্নান।
সপ্তমী পুজোতে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে দেবী দুর্গাকে প্রকৃতি হিসেবে পুজো করা হয় । হিন্দু পুরাণ অনুযায়ী নবপত্রিকা আসলে দেবী দুর্গার ৯টি রূপ। ৯টি বৃক্ষ নিয়ে পুজো করা হয় । প্রতিটি গাছেই দেবী কোনও না কোনও রূপে অধিষ্ঠান করেন।
CV Ananda Bose: সরকারের সঙ্গে ফের টক্করে রাজ্যপাল, সেরা পুজোকে দেবেন 'বাঙালিয়ানা' পুরস্কার
এবছর, মহালয়া থেকেই রাস্তায় জনজোয়ার। সপ্তমীতে আরও ভিড় বাড়ার আশঙ্কা ।