পুজোর চার দিনই চুটিয়ে মজা করেছেন টলি তারকারা। উৎসবের শেষ দিনেও উমাকে বরণ করার ফাঁকে সিঁদুর খেলায় (Sindoor Khela Celebration) মেতে উঠলেন টলি (Tollywood) পাড়ার অভিনেতা-অভিনেত্রীরা।
কিছু দিন পরেই রাজ-শুভশ্রীর কোল আলো করে আসবে ছোট্ট অতিথি তার আগে বেশ সাবধানে থাকতে হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই বছর বিজয়া দশমীতে স্বামী রাজের সঙ্গে পাড়ার মণ্ডপেই সিঁদুর খেলেছেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি।
সিঁদুর খেলার পাশাপাশি সিঁদুর রঙা মুখ আর সাবেকি সাজে নাচতে দেখা গেল অভিনেত্রী দেবলিনা কুমারকে। এই বছর হাজরা পার্ক সর্বজনীনের মণ্ডপে দেবীকে বরণ করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বরণের পর সিঁদুর খেলতেও দেখা গিয়েছে তাঁকে। একই মণ্ডপে উমাকে বরণ করতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকেও।
আরও পড়ুন - শোভাবাজার রাজবাড়ি থেকে বেরোলেন দুর্গা, ঠাকুরদালান জুড়ে শুধু শূন্যতা
সিঁদুর খেলার পাশাপাশি ঢাক বাজিয়ে বিজয়া দশমী উপভোগ করলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সিঁদুর খেলার ছবি ভাগ করে নিয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং ঋতাভরী চক্রবর্তীও। লাল পাড় সাদা শাড়ি পড়ে সাবেকি লুকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন পদ্মাপাড়ের অভিনেত্রী জয়া আহসানও।