১২০ বছরের ঐতিহ্যবাহী ট্রাম চৈতালী । এবার সেজে উঠল শারদীয়ার সাজে । এই প্রথম ট্রামের ভিতরেই আয়োজন করা হল দুর্গাপুজোর । মণ্ডপের আদলে সেজে উঠেছে ট্রামের অন্দর । নজর কাড়ছে ট্রামের বাহির সজ্জা । আর এই অভিনব পুজোর আয়োজন করেছেন রূপান্তরকামীরা । নিজের হাতে ট্রামকে সাজাচ্ছে, প্রতিমা সাজাচ্ছেন তাঁরা ।
এসপ্ল্যানেড গেলেই অভিনব পুজোর সাক্ষ্মী থাকবেন আপনারাও । পুজোর উদ্যোক্তা হলেন, এনজিও সিক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অমৃতা সিং । তিনি জানান, পুজোর থিম, রিফিউজি বা উদ্বাস্তু । কেন এই ভাবনা ? অমৃতা সিং এএনআইকে জানিয়েছেন, সমাজে রূপান্তকামীরা এখনও উপেক্ষিত । তাঁদের মেনে নিতে পারেন না অনেকেই । তাঁদের নির্দিষ্ট কোনও জায়গা নেই । তাঁরা অনেকটা রিফিউজি-র মতো । তাই এই থিমের ভাবনা । এছাড়া, আরও একটি কারণ হল, প্রতি বছরই তাঁরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিশু,রূপান্তরকামীদের সঙ্গে দুর্গাপুজো উদযাপন করেন । কিন্তু চলতি বছর আলাদা কিছু করার চেষ্টা করেছেন তাঁরা ।
ট্রামের ভিতরেই রাখা হয়েছে দুর্গা প্রতিমা । নিজের হাতে সাজাচ্ছেন রূপান্তরকামীরা । ১৫ দিন ধরে এসপ্ল্যানেড ট্রাম ডিপোতে থাকবে চৈতালী । বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন হবে । অমৃতা সিং জানিয়েছেন, ট্রামটি ধর্মতলা চত্বরে ঘোরানোর পরিকল্পনা রয়েছে তাঁদের । পরিবহন দফতরের তরফে এখনও সেই বিষয়ে অনুমতি মেলেনি ।