Durga Puja 2023 : সপ্তমীতেই দশমীর আমেজ দুবরাজপুরে, নবপত্রিকা স্নানের পর সিঁদুরখেলায় মাতলেন মহিলারা

Updated : Oct 21, 2023 12:46
|
Editorji News Desk

আজ মহাসপ্তমী । নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল দুর্গাপুজো । দেখতে দেখতে চলে আসবে দশমী ...শেষ হয়ে যাবে আরও একটা পুজো । সাধারণত, দশমীর দিনই সিঁদুর খেলায় মাতেন মহিলারা । কিন্তু, বাংলায় এমনও জায়গা আছে, যেখানে সপ্তমীতেই হয় সিঁদুরখেলা । সপ্তমীর সকালে দুবরাজপুরের ইউথ কর্ণার ক্লাবে দেখা গেল সেই ছবি । এবার ৫২ বছরে পড়েছে এই পুজো । 

শনিবার সকালে ধূমধাম করে কলাবউ বা নবপত্রিকা স্নান করানোর পর পুজো মণ্ডপে প্রতিষ্ঠা করা হয় । এই নিয়মকে বলা হয় ‘দোলা নিয়ে আসা।’ এরপর মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে দেন মহিলারা । তারপর ক্লাব প্রাঙ্গণে ঠাকুরের সামনে মহিলারা সিঁদুরখেলায় মেতে ওঠেন । সিঁদুরে রাঙা হয়ে ওঠেন, রাঙিয়ে দেন একে অপরকে । বলা চলে, এখানে দশমীর ছবি যেন ধরা পড়ল সপ্তমীতেই ।

জানা গিয়েছে, এই রীতি মেনে চলা হয় গোটা দুরবাজপুরেই । কিন্তু, কেন সপ্তমীতেই সিঁদুর খেলা ? জানা গিয়েছে, একটা সময় আলাদা করে মূর্তি গড়ে পুজোর প্রচলন ছিল না । বেশিরভাগ ক্ষেত্রে পটের বা সাজে গড়া দেবীর সামনে মঙ্গলঘট স্থাপন করে পুজো হত। ফলে বিসর্জনও হত না সেভাবে । বরণ করারও সুযোগ থাকত না । তাই আগেই সিঁদুরখেলার রীতি পালন করে নিতেন মহিলারা ।

Durga Puja 2023

Recommended For You

editorji | দুর্গাপুজো ২০২৩

CM Mamata Banerjee: পুজো কার্নিভালের মঞ্চে 'দোল দোল দোল', বৈঠা নিয়ে নাচে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

editorji | দুর্গাপুজো ২০২৩

Durga Puja Carnival : পুজো কার্নিভালে উদ্বোধনী নৃত্যে ডোনা, গান লিখেছেন মুখ্যমন্ত্রী

editorji | দুর্গাপুজো ২০২৩

Trinayani Durga Puja: বেদীতে দেবী দুর্গা, থিমে অপু দুর্গা, নিউজার্সির 'ত্রিনয়নী'র থিম 'পথের পাঁচালী'

editorji | দুর্গাপুজো ২০২৩

Durga Puja Carnival 2023: ১০০ ঠাকুর, রেড রোডের কার্নিভালে ফিরছেন মুখ্যমন্ত্রী, বদলাচ্ছে মঞ্চের নকশা

editorji | দুর্গাপুজো ২০২৩

Yash-Nusrat : যশ-নুসরতের বিজয়া দশমী, ছন্দে ছন্দে আগামীর শুভেচ্ছা যুগলের