চারপাশের ঝাঁ চকচকে শহরের উত্তাল জনরাশির দ্রতগামী লাইন ঠেলে এগোনো গতির মাঝে এ যেন খানিক থেমে থাকার রসদ, যে ডেরায় নস্টালজিয়া এসে বেগতিক করে দিতে চায় এই ছুটে যাওয়াদের।
Durga Pujo: অষ্টমীর শেষ নবমীর শুরু, সন্ধিক্ষণে ১০৮ টা প্রদীপ এবং পদ্মে পূজিত হন দেবী
ম্যাডক্স মানেই বন্ধুত্ব, আড্ডা,প্রেম, গান, গপ্পো, বহুদিন পরে দেখা হওয়া মুখেদের ভীড়, দু'দণ্ড থেমে থাকার প্রলোভন। নেই থিমের উপস্থিতি, নেই আতিশয্য। সাবেকি প্রতিমা, ঝাড়বাতির ঐতিহ্য, সব মিলিয়ে এমন মায়াবী তার আবহ, যেন ম্যাডক্সে না এলে তিলোত্তমার পুজো পরিক্রমাই অসম্পূর্ণ...অষ্টমীর সন্ধেতেও তাই গান গপ্পে জমে গেল ম্যাডক্স। থিক থিক করল চেনা মুখের ভিড়।