শুভ মহাষ্টমী। দুর্গা পুজোর এই দিনটার জন্য অপেক্ষা থাকে অনেকেরই। সকাল থেকেই ঠাসা প্ল্যান। পাড়ায় অঞ্জলি দিয়েই, আজ কাছের মানুষটার সঙ্গে লুকিয়ে ঘোরার প্ল্যান রয়েছে বুঝি? তাহলে আজ তো সুন্দর করে সাজতেই হবে!
মহাষ্টমীতে বাঙালি সাজেই চোখ ফেরানো যায় না। সদ্য স্নান করে পাট ভাঙা নতুন শাড়িতেই শুরু হয় অষ্টমী। ভিজে চুল, লাল টিপ, আর পায়ে আলতা চলতে পারে।
Kumari Puja 2023 : মহাষ্টমীর দিন প্রথা মেনেই বেলুড় মঠে কুমারী পুজো, ভিড় দর্শনার্থীদের
অঞ্জলি দেওয়া হয়ে গেলে আজ বেছে নিন তাঁতের একটা শাড়ি। লাল, সাদা, হলুদ, সবুজ যা পছন্দ। হাতে ঝনঝন করতে পারে এক গোছা চুরি। খোঁপায় একটা ফুল। সেজেই দেখুন আপনার দিক থেকে চোখ সরানো যাবে না...