দুর্গা পুজোর অষ্টমীতে বাকি সব জায়গায় কুমারী পুজোর চল থাকলেও নবমীতে কুমারী পুজোর চল ব্যাপারীওহাটে। সাত সকালে টোটোয় চেপে মণ্ডপে এলেন সাত বছরের দুর্গা।
বাঁকুড়া শহরের ব্যাপারীহাট সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোয় নবমীতেই কুমারী পুজোর চল। এবার এখানে 'কুমারী রুপে পুজিতা হলেন বাঁকুড়া শহরের পাঠক পাড়ার ৭ বছর বয়সী পেখম অধূর্য্য।
৫০ বছর আগে নবমী তিথিতে কুমারী পুজো শুরু হয়েছে। সেই প্রথা এখনো চলছে। এদিন সকালে ঢাকের বাদ্য সহযোগে ফূল-মালায় সজ্জিত 'কুমারী'কে মণ্ডপে আনা হয়, পরে সিংহাসনে বসিয়ে শুরু হয় পূজাপাঠ।