কলকাতার সন্তোষ মিত্র স্কেয়্যারের মণ্ডপ তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে৷ ঠিক তেমনই দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল।
মায়াপুরে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম মন্দির তৈরির কর্মযজ্ঞ। সেই ইসকন মন্দিরের আদলে গড়ে উঠেছে কুলপি থানা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপ। এই পুজোর এবার ৭৫ তম বছর৷ দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে মণ্ডপে।
অসাধারণ আলোকসজ্জা এই পুজোর অন্যতম আকর্ষণ। আলোর কারুকার্যে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। পুজো কমিটির সদস্য সৌরভ সাহা জানিয়েছেন, তাঁদের এই বছরের থিমের নেপথ্যে বিশ্বশান্তির বার্তা। কারণ গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ, রক্তপাত, প্রাণহানি। তার মধ্যেই কুলপিতে এক টুকরো মায়াপুরের ইসকন মন্দির দেখে মোহিত হচ্ছেন সাধারণ মানুষ।