পুজোর বয়স মাত্র দুই। এরই মধ্যে রীতিমতো নাম করে ফেলেছে নিউটাউন সর্বজনীন-এর পুজো। অসাধারণ নৈপুণ্যের সঙ্গে করা মণ্ডপসজ্জা ক্রমশ ভিড় টানছে দর্শণার্থীদের।
এ বছরের পুজোর থিম 'কোমল গান্ধার', দুর্গার রুদ্র রূপ নয়, ফুটিয়ে তোলা হয়েছে কোমল রূপ। হিমচাল প্রদেশের কাংড়া উপত্যকার মন্দিরের কাজ ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের আদল অবশ্য রাজস্থানের শিসমহল থেকে নেওয়া।
Durga Puja: বিশ্ববাংলা শারদ সম্মান পাচ্ছে রাজ্যের ১০৪টি পুজো, পঞ্চমীতে ঘোষণা রাজ্য সরকারের
পুজোর অভনবত্ব হল, পুজোর সব কাজ, পৌরহিত্য থেকে শুরু করে ঢাক বাজানো, সবেতেই মহিলা কারিগর। বয়সে শিশু হলে কী হবে, নিউটাউন সর্বজনীনের পুজো কিন্তু ভাবনায় প্রথম থেকে অনেকটা এগিয়ে, অনেকটা পরিণত।