দেবীর বোধনে পুজোর আনুষ্ঠানিক শুভ সূচনা হয়ে গেল ষষ্ঠীর সন্ধেতেই। এবছর মহালয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমতে শুরু করেছিল। কিন্তু প্রকৃত অর্থে পুজোর শুরুই হয় না বোধন না হলে। বোধন শব্দের অর্থ হল দেবীর জাগরণ। পুরাণ মতে দেবী নিদ্রাকালে থাকেন শরৎ কালের এই সময়।
Sasthi-Durga Puja 2023: মহালয়াতেই গৌরচন্দ্রিকা, তবে ষষ্ঠীতে শহরে ভিড় ক্রমেই বাড়ছে, প্রস্তুত কলকাতা পুলিশ
তাই অকালে দেবীর পুজো করতে বোধন করতে হয়। জাগরনের এই প্রক্রিয়াটিই বোধন নামে পরিচিত। এই কারণেই দুর্গা পুজোর আগে অকাল বোধন করা হয়, অসময়ে তাঁকে ঘুম ভাঙিয়ে অধিবাস, আমন্ত্রণ সারা হয়। দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন শ্রীরাম চন্দ্র। বেল গাছ তলায় দেবীর বোধন হয়।