সপ্তমীতেই সবচেয়ে ভাল জামাটা নিয়ে টানাটানি পড়ে। অষ্টমী মানেই পরিবারকে সময় দেওয়া। তাই সপ্তমীতেই সেরে যদি রাখেন নাইট আউটের প্ল্যান তাহলে এই দিনের আইডিয়াল সাজ হল হালকা সিফনের শাড়ি।
চুল খুলে দিন আজ। সিফনের এক রঙা কিংবা সিক্যুইনের শাড়ির সঙ্গে পেয়ার করুন ডিপ কাট স্লিভলেস ব্লাউজ। হালকা শাড়ি হলেও সাজ হতে পারে গ্ল্যামারাস।
কিংবা কোনও অম্বরে শেডের শাড়ির সঙ্গে পেয়ার করতে পারেন নুডলস স্ট্র্যাপের ব্লাউজ। এক্ষেত্রেও চুলটা খোলা রাখাই ভাল।
যদি তা না হয় যেকোনও সিল্কের শাড়ির সঙ্গেই কন্ট্রাস্টে পেয়ার করুন স্লিভলেস ব্লাউজ। সপ্তমীর বিকেলে আপনার দিক থেকে চোখ সরাবে কে!