রাস্তায় জ্যাম, মানুষের ঢল আগে থেকেই নামলেও। আনুষ্ঠানিকভাবে পুজো শুরু কিন্তু আজ থেকেই। আজ মহা ষষ্ঠী। আজ উমার বোধন। এই দিন থেকেই উত্তেজনায় ফুটতে থাকে বাঙালি। ৫ দিনে ৫ সাজের আজ তো ডে ওয়ান।
এই দিন সাজতে পারেন ট্র্যাডিশনাল কো-অর্ড পোশাকে। লাল, পিচ কিংবা মেরুন যেকোনও ট্র্যাডিশনাল আনারকলি, সালোয়ার কিংবা টু-পিস পোশাকের সঙ্গে পেয়ার করুন কুন্দনের ভারী মানানসই দুল। এই পোশাকের সঙ্গে কোলাপুরি জুতো সবচেয়ে বেশি মানায়।
Durga Puja 2023 : বেলুড় মঠে কল্পারম্ভ দিয়ে শুরু ষষ্ঠী পুজো, সন্ধেয় মায়ের বোধন
চুল ছেড়ে একটি বিনুনি করতে পারেন। তাতে যদি জড়ান তাজা ফুল, তাহলে আর আলাদা করে সুগন্ধির দরকার হবে না। মেক আপ ভাল্লাগবে ছিমছাম। চোখ হালকা। ডিপ রঙের পোশাক হলে লিপস্টিক ব্যবহার করুন ন্যুড, আর হালকা রঙের ক্ষেত্রে ডার্ক শেড। মানানসই বিন্দিও পরে নেবেন সবশেষে একটা।