হরেক রকম থিমের রমরমার মধ্যেই অন্যরকম ভাবনার খোঁজ নজরুল পার্ক উন্নয়ন সমিতির মণ্ডপে। এই পুজো এবার চল্লিশ বছরে পা দিল। চার দশক পেরিয়ে আসার লগ্নে এই পুজোর উদ্যোক্তারা খোঁজ করেছেন দুর্গা আরাধনার ইতিহাসের৷ থিম- আদি দুর্গা।
বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। কিন্তু ঠিক কবে শুরু হল দুর্গা আরাধনার ইতিহাস? আমাদের বঙ্গদেশেই বা দেবীর আরাধনা শুরু হল কেমন করে? সে-সব প্রশ্নের পাশাপাশি কলকাতার বনেদী বাড়িগুলির দুর্গাপুজো নিয়ে ছড়িয়ে থাকা অসংখ্য মিথকে একজায়গায় করে মাতৃআরাধনার উৎস সন্ধানের চেষ্টা করা হয়েছে এই পুজোয়৷
থিমের চমক নয়, এই পুজোর আয়োজনে রয়েছে অনুসন্ধিৎস মনের পরিচয়। ইতিহাসের ধূসর পাতাগুলি ছুঁয়ে মাতৃআরাধনার শিকড় খোঁজার চেষ্টা করেছে উদ্যোক্তারা।